- ডিজিট্যাল ব্যুরো, নিউজ নেটওয়ার্ক সেভেন:-অনেকেই মনে করেন, মোবাইল ফোন পুরো ১০০ শতাংশ চার্জ না করা পর্যন্ত চার্জার খুললে ব্যাটারির ক্ষতি হয়। বাস্তবে কিন্তু বিষয়টি সম্পূর্ণ উল্টো। প্রযুক্তিবিদরা বলছেন, এই ভুল ধারণাই ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে স্মার্টফোনের ব্যাটারির আয়ু। বর্তমান যুগের অধিকাংশ স্মার্টফোনেই ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারি। এই ব্যাটারি প্রযুক্তি এমনভাবে তৈরি, যেখানে ব্যাটারি সবসময় মাঝারি চার্জের মাত্রায় সবচেয়ে ভালো কাজ করে। গবেষণায় জানা গেছে, লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু প্রায় দুই থেকে তিন বছর, আর প্রতিটি ব্যাটারির মোট চার্জিং সাইকেল প্রায় ৩০০ থেকে ৫০০। একটি চার্জিং সাইকেল সম্পূর্ণ হয় তখনই, যখন ব্যাটারি ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ হয়। অর্থাৎ, আপনি যত বেশি সময় ব্যাটারি পুরো ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করবেন, তত দ্রুত শেষ হবে এর চার্জিং সাইকেল। এর ফলে সময়ের সাথে কমতে থাকবে ব্যাটারির ব্যাকআপ ও পারফরম্যান্স। তাই বিশেষজ্ঞদের পরামর্শ ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত চার্জ হলেই চার্জার খুলে নেওয়া উচিত। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয় না, চার্জিং সাইকেলও ধীরগতিতে সম্পূর্ণ হয়, ফলে ব্যাটারির আয়ু বাড়ে। বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি অফিস, ব্যাংকিং, বিনোদন এবং ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই অল্প কিছু সচেতন অভ্যাসই আপনার প্রিয় ডিভাইসকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারে। ফোনের চার্জ ২০% এর নিচে নামতে না দেওয়াই ভালো।
৮০–৮৫% পর্যন্ত চার্জ হলেই চার্জার খুলে নিন। ঘুমের সময় সারারাত চার্জে রাখবেন না। অতিরিক্ত গরম বা ঠান্ডা জায়গায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ফাস্ট চার্জার ব্যবহার না করাই ভালো। মনে রাখবেন, ফোনকে যত্নে রাখলে সেটিই আপনাকে দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে। তাই এখন থেকে অভ্যাস বদলান—ফোনকে ১০০ নয়, ৮৫ শতাংশ পর্যন্ত চার্জ করলেই ব্যাটারি থাকবে আরও দীর্ঘজীবী ও কার্যক্ষম।