নিজস্ব সংবাদদাতা,কাটোয়া:- সাত দশকের ঐতিহ্য বহনকারী কাটোয়ার ফুটবল টুর্নামেন্টের সুচনা হলো শুক্রবার দুপুরে। কাটোয়া পুরসভার উদ্যোগে গোবিন্দ বাগান ফুটবল মাঠে শুরু হয়েছে “হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড” এবং “ইষ্টপদ দে রানার্সআপ কাপ” ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়া মহকুমার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। তাঁরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন। জানা যায় প্রায় সাত দশক আগে কলকাতার বাইরে প্রথমবার আইএফএ-র অনুমোদনে কাটোয়া মহকুমা শহরে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। মহকুমার ফুটবলপ্রেমী মানুষের উদ্যোগেই শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। যদিও কিছু কারণবসত কয়েকবছর বন্ধ থাকার পর, গত সাত বছর ধরে কাটোয়া পুরসভার তত্ত্বাবধানে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই টুর্নামেন্ট। এ বছর কলকাতার প্রথম ডিভিশনের ক্লাব ছাড়াও পার্শ্ববর্তী জেলার একাধিক নামী দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল হুগলির উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড ও উত্তর ২৪ পরগনার শ্যামনগর এটিএস ক্লাব। প্রথম প্রতিযোগিতাতেই উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ৫-০ গোলে জয়লাভ করে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “কাটোয়ার ফুটবলের ঐতিহ্য দীর্ঘদিনের। সেই ধারাকে বজায় রাখতে পুরসভার উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে এগিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে।
কাটোয়ার মানুষ আবারও ফুটবলের রোমাঞ্চে মেতে উঠেছে। পুরনো ঐতিহ্যের নবজাগরণে নতুন স্বপ্ন দেখছে গোটা কাটোয়া শহর। পাশাপশি এদিন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জীর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত একটি দর্ষকাশনের উদ্বোধন করা হয়।
এই খেলা দেখতে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রী, ২০২৪-২৫ সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী, কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কাটোয়া কোর্টের আইনজীবীবৃন্দ, কাটোয়া শহরের বিশিষ্ট চিকিৎসকগণ সহ কাটোয়া পৌরসভার কর্মীবৃন্দ ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।