ডিজিট্যাল ব্যুরো, নিউজ নেটওয়ার্ক সেভেন:-ভারতীয় দলের টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক তিনি। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পর থেকে তো একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। একের পর এক শতরান হাঁকাচ্ছেন, বড় ইনিংস খেলছেন। শনিবার ফের একবার এক চোখধাঁধানো ইনিংস খেললেন শুভমন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) তাঁর ব্যাট থেকে এল চলতি বছরের পঞ্চম টেস্ট শতরান। একদিকে যেমন শুভমন ব্যাট হাতে ২২ গজ মাতালেন, তেমনই তাঁর এক অনুরাগীও অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে নজর কাড়লেন।শুভমন গিলের ফ্যান ফলোয়িং বিশাল। মহিলা মহলেও তাঁর বিরাট জনপ্রিয়তা রয়েছে। শনিবার রাজধানীতে গ্যালারিতে এক তরুণী প্ল্যাকার্ড হাতে ক্যামেরাবন্দি হন। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আমি তোমায় ভালবাসি শুভমন’। এই প্ল্যাকার্ড হাতে হাসিমুখে তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে অবশ্য় নতুন নয়। এর আগে অতীতে জাহির খানের নামেও এমন এক প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। সে বহু আগের কথা। তারপরে আজকের ঘটনা যেন ফের একবার অতীতের পুনরাবৃত্তি ঘটল।প্রসঙ্গত, এই টেস্টে শতরান হাঁকিয়েই বিরাট কোহলির রেকর্ড ভেঙে ফেললেন শুভমন। শুভমন নিজের টেস্ট কেরিয়ারে অধিনায়ক হিসেবে পাঁচ নম্বর সেঞ্চুরিটি হাঁকাতে সময় নিলেন ১২ ইনিংস। বিরাট তার থেকেও বেশি সময় নিয়েছিলেন। ভারতীয়দের মধ্যে একমাত্র গিলের আগে এক্ষেত্রে রয়েছেন সুনীল গাওস্কর। তিনি অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর পাঁচ নম্বর সেঞ্চুরিটি করতে সময় নিয়েছিলেন মাত্র ১০ ইনিংস। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড যদিও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্য়ালেস্টার কুকের দখলে। তিনি ৯ ইনিংস সময় নিয়েছিলেন। এদিনের শতরানের সঙ্গে সঙ্গে কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন ভারত অধিনায়ক। চলতি বছরেই পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি টেস্ট সেঞ্চুরি ভারতের হয়ে এর আগে করেছিলেন বিরাট কোহলি। তিনি দুবার ২০১৩ ও ২০১৭ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।গিল ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসাবে টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসাবে গিলের টেস্টে ব্যাটিং গড় ৮৪.৮১। যা ব্র্যাডম্যানের (১০১.৫১) পর দ্বিতীয়।