নিজস্ব সংবাদদাতা,কাটোয়া:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান থেকে যদি একটাও আসন আমরা জয়লাভ করি সেটা কাটোয়া বিধানসভা হবে, কাটোয়ায় প্রবাস কর্মসূচিতে এসে বললেন পুরুলিয়ার জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতো। সারারাজ্যেই প্রায় ৭০ টী বিধানসভা এলাকায় প্রবাস কর্মসূচি করছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়করা। কাটোয়া বিধানসভা এলাকায় আসেন পুরুলিয়ার জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতো। তিনি বলেন, গত বিধানসভায় যে কটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি অতিঅল্প মার্জিনে পরাজিত হয়েছে এইরকম প্রায় ৭০ টি বিধানসভা আসনে আমাদের বিজেপির বিধায়কগণ দুইদিন করে প্রবাস করছেন। এইদুদিনে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা, মঠ মন্দিরে যাওয়া পাশাপশি সাধারণ মানুষের কাছে আমাদের চিন্তাভাবনা আরও বেশি করে পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলীয় নির্দেশে আমি এসেছি কাটোয়া বিধানসভায়। এদিন সকালে কাটোয়া গৌরাঙ্গ মন্দিরে পুজো দেওয়ার পর ক্ষেপিমায়ের মন্দির, মাধাইতলা আশ্রম, জগদানন্দপুর মন্দির দাঁইহাটের জগন্নাথ মন্দিরে পুজো দেন পাশাপাশি তিনজন প্রবীণ কর্মীদের বাড়ি গিয়ে সাক্ষাত করা এবং দলীয় কর্মীদের সাথে বৈঠক ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিজেপির এই প্রবাস কর্মসূচি সম্পন্ন হয় বলে জানা যায়। বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর সাথে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।