নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:-
ভিনরাজ্যে কাজে গিয়ে ফের আক্রান্ত বাঙলার পরিযায়ী শ্রমিক। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলো করজগ্রামের বাসিন্দা টারজান শেখ। বাংলায় কথা বলার জন্য মারধোর করা হয় এমনটাই দাবী আক্রান্ত পরিযায়ী শ্রমিক টারজান শেখের। জানা যায় পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত করজগ্রামের বাসিন্দা টারজান শেখ দীর্ঘ পাঁচবছর ধরে উড়িষ্যার জলেশ্বরে ভাঙরি মালের ফেরীর ব্যবসা করেন। গত ৩১ শে আগষ্ট লক্ষণডিহি যাওয়ার পথে তাকে ডেকে বাংলায় কথা বলার জন্য মারধোর করা হয়। মারধোরের জেরে হাতও ভেঙে যায় টারজানের। কাগজপত্র দেখাতে গেলে তা নকল বলেও মারধোর করে বলে অভিযোগ। পরর্বতীতে মহাজনের কাছে গেলে তাকে বাঁচাতে সাফ মানা করে উক্ত মহাজন। টারজানের দাবী মহাজন বলেন, আমি যদি বাঁচতে যাই ওরা আমাকেও মারবে। পহেলা সেপ্টেম্বর কাটোয়া ফিরে এসে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজকে কাটোয়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন টারজান শেখ। চারিদিকে যখন ভিনরাজ্যে বাংলায় কথা বলার অপরাধে মারধোর করা তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল তখনই কাটোয়ার এই ঘটনায় সেই অভিযোগ আরও স্পষ্ট হয়ে উঠছে। টারজানের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করছে কাটোয়া থানার পুলিশ।