নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- “আগে আমাদের লড়াই ছিলো সিপিআইএমের বিরুদ্ধে। সেটা সামনাসামনি লড়াই হতো অনেক ঝামেলা হতো রক্তক্ষয় হতো কিন্তু কে আমাদের শত্রু সেটা বোঝা যেতো। কিন্তু এখন আমাদের লড়াইটা বিজেপির সাথে। সেই শত্রুকে আমরা চোখে দেখতে পাইনা। কাটোয়া শহর আঙুলেগুণে বলা যাবে কতজন বিজেপি কর্মী আছে। কিন্তু তা সত্ত্বেও তারা ভোট পেয়ে যাচ্ছে। এই লড়াইটা ছায়ার সাথে। তাই প্রত্যক্ষ লড়াই আর ছায়ার সাথে লড়াইয়ে অনেক পার্থক্য আছে। তাই এরপর থেকেই একদম নিচুস্তরে আরো মানুষের কাছে পৌঁছতে হবে। এবং এই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিতে হবে। সকলে এক হয়ে কাজ করলে তবে ২৬ সালের বিধানসভায় দল আশানুরূপ ফল করতে পারব।” আজ কাটোয়া বিধানসভা এলাকার তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে এভাবে কর্মীদের সতর্কবার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
রবীন্দ্রনাথ বাবু বলেন, জেলার ১৬ টা বিধানসভা আমাদের দখলে থাকলেও মাথায় রাখবেন ২০২১ সালে কাটোয়া বিধানভায় মাত্র ৪৪ শতাংশ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। যেটা মোটেই ভালো লক্ষণ নয়। বিধানসভার ভোট বাকি চার মাস এখন থেকে কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে লক্ষ্য রেখে একজোট হয়ে কাজ করার ডাক দিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন কাটোয়া বিধানসভা এলাকার কাটোয়া ও দাঁইহাট পৌরসভা সহ কাটোয়া ১ নম্বর ও ২ নম্বর ব্লকের নেতা কর্মীরা কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে দলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন।