নশরতপুরে রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি খুন, তদন্তে নাদন ঘাট থানার পুলিশ।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলি আজ ভোর থেকেই চাঞ্চল্য। বুধবার ভোরে বাড়ির সামনে ফুল তুলতে গিয়ে রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলেন এক প্রবীণ। মৃতের নাম বিমল কৃষ্ণ সাহা, বয়স আনুমানিক (৬৫)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ভোর চারটের পর ঘর থেকে বেরিয়ে ফুল তোলা ও রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করতেন বিমলবাবু। আজও সেই রুটিন মেনে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। দ্রুত খবর দেওয়া হয় তার পরিবারকে।
ঘটনাস্থলে পৌঁছেই বিমলবাবুর স্ত্রী,অভিযোগ তোলেন এটি কোনওভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। মাথার পিছনে আঘাতের চিহ্ন স্পষ্ট। এমনকি পরনে থাকা গামছাটিও খোলা অবস্থায় পড়ে ছিল। মৃতের পুত্রবধূর দাবি আমরা বহুবার বারণ করতাম ওনাকে রাস্তায় ময়লা পরিষ্কার করতে। কিন্তু তিনি আমাদের কথা শুনতেন না। আজ ভোরেই ঘটে গেল এই অঘটন। এটা নিছক দুর্ঘটনা হতে পারে না।
পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ বিমলবাবুকে খুন করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন থানার আইসি-ও। প্রাথমিকভাবে পুলিশ দু’টি দিক খতিয়ে দেখছে,বিমলবাবু হঠাৎ পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মারা গেছেন,নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া।