নিজস্ব সংবাদদাতা কালনা:- বৃহস্পতিবার সকালে কালনা মহকুমা হাসপাতাল চত্বরে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের সাফাই কর্মীরাই প্রথম সাপটিকে দেখতে পান, দুই নম্বর গেট সংলগ্ন একটি অফিসের পাশে গুটিসুটি মেরে থাকা অবস্থায়। সাপটি চন্দ্রবোড়া (Russell’s Viper) প্রজাতির বলে জানা গেছে যা অন্যতম বিষধর সাপ। আতঙ্কে কর্মীরা প্রথমে সাপটির কাছাকাছি যেতে ভয় পেলেও, পরে সাহস করে একটি কৌটোয় বন্দি করে রাখেন। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় সর্পবিশারদ শিবেন সরকারকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটিকে নিজের হেফাজতে নেন এবং পরে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতাল প্রাঙ্গণে এমন একটি বিষধর সাপের উপস্থিতি রোগী ও পরিজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাসপাতাল চত্বরে কীভাবে এমন বিষধর সাপ ঢুকে পড়ল। স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারি আরও বাড়ানো হবে। পাশাপাশি হাসপাতাল সংলগ্ন ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর দিনভর আতঙ্ক ছড়িয়ে থাকলেও, সর্পবিশারদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সূত্রে।