নিজস্ব সংবাদদাতা,কাটোয়া: পুলিশ দিবসে অভিনব উদ্যোগ কাটোয়া ট্র্যাফিক পুলিশের। পথনিরাপত্তা মান্যতাকারী যাত্রীদের এবং পথচলতি মানুষদের গাছ ও চকলেট তুলে দিচ্ছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত কাটোয়া ট্র্যাফিক পুলিশের পুলিশ দিবস উপলক্ষে এই বিশেষ উদ্যোগ। পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন সেই রকমভাবেই কাটোয়াতেও এই অভিনব কর্মসূচি কাটোয়া ট্র্যাফিক পুলিশের। প্রথমে কাটোয়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সে বৃক্ষরোপণ করা হয়। পরর্বতীতে কাটোয়া বাসস্ট্যান্ড লাগোয়া ট্রাফিক পোস্টের সামনে পথচলতি মানুষ এবং বিশেষভাবে ট্র্যাফিক আইন মেনে হেলমেট পরে অথবা সিটবেল্ট বেঁধে যারা যাতায়াত করছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে একটি করে চারা গাছে এবং চকলেট তুলে দিলেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। পাশাপশি যারা ট্র্যাফিক আইন অমান্য করে অসচেতনভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরকে পথ নিরাপত্তা সম্পর্কে অবগত করলেন তারা। আনুমানিক শতাধিক চারা গাছ বিলি করা হয়। পুলিশ দিবসে পথ নিরাপত্তা মেনে চলা মানুষদের শুভেচ্ছা জানানোর পাশাপশি পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন এবং বৃক্ষ বিতরণও করা হয়। পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি পথচলতি সাধারণ মানুষ। তারা বলেন, আজকে খুবই ভালো লাগলো যে পুলিশ আমাদের শুভেচ্ছা জানাতে এই ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিসের এডিশনাল এসপি রুরাল রাজীব কুমার, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী, কাটোয়া ট্র্যাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি সহ অন্যান্য পুলিশকর্মী বৃন্দ।